তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা (Photo Credits: Wikipedia)

কলকাতা, ৮ মার্চ: রাজ্যসভার (Rajya Sabha Elections 2020) প্রার্থী ঘোষণা করল তৃণমূল (TMC)। আজ তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি (Chief Minister Mamata Banerjee) রাজ্যসভার চার প্রার্থীর নাম ঘোষণা করেন। তৃণমূলের হয়ে এবার রাজ্যসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুব্রত বক্সি (Subrata Bakshi), মৌসম নুর (Mausam Noor), দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) ও অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। এপ্রিলেই রাজ্যসভায় বাংলার পাঁচটি আসন ফাঁকা হচ্ছে। এর মধ্যে তৃণমূলের হাতে রয়েছে চারটি।

গত লোকসভা নির্বাচনে সুব্রত বক্সি ছাড়া বাকি তিন জনই তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৌসম নুর উত্তর মালদা থেকে লড়েছিলেন। অন্যদিকে, রায়গঞ্জ থেকে জোড়া-ফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন অপ্রিতা ঘোষ। কিন্তু, এই দুই সাংসদই বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও দেবশ্রী চৌধুরীর কাছে পরাজিত হন। অন্যদিকে ব্যারাকপুরে সম্মানের লড়াইতে তৃণমূল ত্যাগী অর্জুন সিংয়ের কাছে হারতে হয় দীনেশ ত্রিবেদীকে। আরও পড়ুন: Bimal Gurung Attends BJP Leader's Party: গা ঢাকা দেওয়া বিমল গুরুং-রোশন গিরির দেখা মিলল বিজেপির জে পি নাড্ডার ছেলের বিয়ের অনুষ্ঠানে

আপাতত এই তিন জনকেই দলের সংগঠনের দায়িত্ব পালনের ভার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মৌসম ও অর্পিতা যথাক্রমে মালদা ও দক্ষিণ দিনাজপুরের শাসক দলের জেলা সংগঠনের প্রধান হিসাবে কাজ করছেন। সুব্রত বক্সি ২০১৪ সালে মমতারই ছেড়ে যাওয়া দক্ষিণ কলকাতা আসন থেকে জিতেছিলেন। পাঁচ বছর পরে তিনি আর ভোটে লড়েননি। সুব্রত বক্সি বর্তমানে তৃণমূলের রাজ্য সভাপতি।