প্রতীকী ছবি (Photo Credits: ANI)

কলকাতাঃ বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে সপ্তাহজুড়ে ঝড় বৃষ্টির (Rain)সম্ভাবনা। আগামী বুধবার থেকেই উত্তাল হতে পারে সমুদ্র। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে (Sea) যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর (Alipore) আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৮ থেকে ৩০ মে পর্যন্ত বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ২৯ এবং ৩০ তারিখ হতে পারে বাংলা ও ওড়িশার উপকূল। এই সময় মৎসজীবীদের সমুদ্রে না জাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বঙ্গে দুর্যোগের ঘনঘটা, কেমন থাকবে বাংলার আবহাওয়া?

অন্যদিকে, আজ, রবিবার রাজ্যের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। সারাদিক আংশিক মেঘলা থাকবে আকাশ। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অসস্তি থাকবে। আজ, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

ধেয়ে আসছে দুর্যোগ, রবিতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস