কলকাতাঃ দুর্যোগ যেন পিছু ছাড়ছে না বাংলার(West Bengal)। আবার বঙ্গোপসাগরে (Bay Of Bengal)নিম্নচাপ। যার জেরে বাংলাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার অশনি সংকেত। আগামী পাঁচদিনে জেলায় জেলায় জারি হলুদ সতর্কতা। একটানা বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। তাই এই অবস্থায় মৎসজীবীদের সমুদ্রে যেতে মানা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। বুধবার সকালে ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপটি। আগামী কয়েকদিনে তা আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই নিম্নচাপের জেরে জেলায় জেলায় একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। আজ, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বাংলায় ফের দুর্যোগের অশনি সংকেত, লক্ষ্মীবারে কোন কোন জেলায় বৃষ্টি?
Special Bulletin No. 4: Enhanced rainfall activity over the districts of West Bengal pic.twitter.com/vDJzqjloqZ
— IMD Kolkata (@ImdKolkata) August 20, 2025