কলকাতা, ৬ মার্চ: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিঠে আবির দিয়ে অশ্লীল ভাষায় গান, গালিগালাজ লেখাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। মহিলাদের পিঠে রোদ্দুর রায়ের বিকৃত রবীন্দ্রসঙ্গীত গান ছাড়াও কিছু ছেলেরা গালিগালাজ আবির দিয়ে বুকে লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এই বিষয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিঁথি থানায় যায়।
সেই পাঁচজনকে চিহ্নিত করা হয়। তারা বিশ্ববিদ্যালয়ে বিটি রোড ক্যাম্পাসে এসে ক্ষমা চায়। আরবিইউ বদনামের ছক, পুলিশের কাছে অভিযোগ কর্তৃপক্ষের। পুলিশ তাদের চিহ্নিত করলে বিশ্ববিদ্যালয়ে এসে ক্ষমা চায়। ওই ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের নয়। তারা বহিরাগত বলেই প্রমাণ হয়। বিশ্ববিদ্যালয়ের কোনও ছাত্রছাত্রী এমন ঘটনার সঙ্গে জড়িত নেই। আরও পড়ুন, রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে মহিলাদের পিঠে আবিরে আঁকা রবীন্দ্রনাথের বিকৃত গান, প্রশ্নের মুখে বাঙালির শিক্ষা সংস্কৃতি
গতকাল ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) বিটি রোড ক্যাম্পাসে (BT Road Campus) বসন্ত উৎসব (Basanta Utsav) উদযাপন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েেছ কিছু বিতর্কিত ছবি (Controversial Pictures)। যা নিয়ে প্রশ্নের মুখে বাঙালি সংস্কৃতির শিক্ষা-রুচি। ছবিগুলিতে দেখা গিয়েছে, শাড়ি পরা কিছু মহিলার খোলা পিঠে আবির দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিকৃত গানের লাইন। অশ্লীল শব্দ লেখা হয়েছে ছেলেদের বুকেও। তবে এরকম একটা, দুটো নয়। ভুরি ভুরি গালিগালাজ, একে তাকে টেনে আবিরের রং দিয়ে পিঠে এঁকে ঘুরতে দেখা গেছে অনেককেই।