সন্দীপ ঘোষ (ছবিঃX)

কলকাতাঃ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R.G. Kar Hospital) মহিলা চিকিৎসককে(Lady Doctor) ধর্ষণ(Rape) করে খুনের (Murder)ঘটনায় ইতিমধ্যেই উত্তাল রাজ্য। পথে নেমেছেন চিকিৎসকেরা। কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। এই ঘটনায় প্রথম থেকেই কাঠগড়ায় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)। ছাত্রীদের নিরাপত্তা দেওয়া তো দূর, উল্টে এই ঘটনায় মৃত ছাত্রীকেই দায়ী করেন তিনি। তাঁকে নাকি মন্তব্য করতে শোনা যায়, "সেমিনার হলে রাতের বেলা ঘুমোতে যাবে কেন?" আর এরপরই সন্দীপের বিরুদ্ধে নিন্দের ঝড় ওঠে। প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে পথে নামে আর জি করের পড়ুয়ারা। এই বিতর্কের মাঝে আজ, সোমবার সকালে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করে তিনি বলেন, "আর অপমান নিতে পারছি না।" এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দীপ ঘোষ বলেন, "কেউ বাধ্য করেননি, স্বেচ্ছায় পদত্যাগ করছি।" তাঁর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে বলেও দাবি সন্দীপের। সেমিনার কেন ঘুমোতে গেলেন ওই চিকিৎসক? এই কথা তিনি বলেননি বলে সাফ জানান। তাঁর কথায়, "আমি এ কথা বলিনি। আমার মুখে কথা বসানো হচ্ছে।" প্রথম থেকেই তদন্তে সাহায্য করেছেন তিনি, এমনটাই জানান নিজের মুখে। প্রসঙ্গত,তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর থেকেই এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বদলি হয়ে গেলেও ফের নিজের ডেরা আর জি করে ফিরে এসেছেন তিনি। তবে কি তাঁর সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে? প্রশ্ন উঠছে নানা মহলে।