কলকাতা, ১৪ অগাস্ট: আরজিকর হাসপাতালে (R.G. Kar Hospital) চিকিৎসক নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আরজিকরের ঘটনায় তদন্ত করতে সিবিআই (CBI) আধিকারিকরা শহরে এলে, বুধবার এ বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রাম থেকে যেদিন ফিরছিলেন, সেই সময় ওই ঘটনা ঘটে। যখনই তাঁর নজরে বিষয়টি আসে, তিনি কলকাতার পুলিশ কমিশনার বীনিত গোয়েলকে জানান। এরপর নির্যাতিতা চিকিৎসকের (Kolkata Doctor Death) বাবা, মায়ের সঙ্গেও তিনি কথা বলেছেন। পাশাপাশি ওই ঘটনায় দোষী সাব্যস্ত হলে, তাদের যাতে ফাঁসি দেওয়া হয়, সেই প্রচেষ্টাও তিনি করবেন বলে নির্যাতিতার বাবা-মাকে আশ্বাস দেন বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন, আরজিকরে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর প্রতি মুহূর্তে তিনি আপডেট নিচ্ছেন। নমুনা সংগ্রহ থেকে শুরু করে, সৎকার, সর্ব বিষয়ে আপডেট তিনি নিতে শুরু করেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর জিজ্ঞাসাবাদ করেই অভিযুক্তকে গ্রেফতারও করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কলকাতা পুলিশের সেরা দলকে তদন্তের ভার দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ বিশ্বে সেরা বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এমনকী 'যা টাকা লাগবে দেব' বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
শুনুন কী বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়...