কলকাতাঃ আর জি কর(R G Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে মুখর গোটা রাজ্য। প্রতিবাদের ঝড় উঠেছে দেশের আনাচে-কানাচে। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের (Lady Doctor) উপর হওয়া নৃশংস অত্যাচারের ন্যায় বিচার চেয়ে ১৪ আগস্ট বাংলার পথ ঘাটে দাপিয়ে বেরিয়েছেন 'জ্যান্ত দুর্গারা।' ঠিক যখন রাজ্যের রাজপথে হাঁটছেন লক্ষ-লক্ষ মানুষ তখন ঘটনাস্থল আর জি করে তাণ্ডবলীলা চালায় একদল দুষ্কৃতী। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগ। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে জরুরি বিভাগ। ভেঙে দেওয়া হয়েছে আন্দোলনের মঞ্চ। তবে কণ্ঠরোধ করা যায়নি আর জি করের আন্দোলনকারীদের। বলা যায় আন্দোলন যেন আরও জোড়াল হয়েছে। স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে সেই তছনছ নয়ে যাওয়া জরুরি বিভাগের মধ্যে ঢুকে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। হাসপাতালের প্রতিটা দেওয়াল শোনে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান। নিরাপত্তার দাবিতে আওয়াজ তোলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তা সুনিশিচত না করলে কাজে যোগ দেবেন না , প্রথম থেকেই সেই দাবিতে অনড় তাঁরা। তাঁদের দাবি মেটাতে অধ্যক্ষর সঙ্গে কথা বলবেন সিভি আনন্দ বোস।
দেখুন ভিডিয়ো
Kolkata: At RG Kar Medical College Hospital, doctors, students, and staff are protesting inside the emergency ward, demanding better security after a violent attack. They are also criticizing the Principal for inadequate protection. The West Bengal Governor is meeting with the… pic.twitter.com/MiWmml3uD5
— IANS (@ians_india) August 15, 2024