কলকাতাঃ আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে(R.G Kar Medical College and Hospital) কর্মরত জুনিয়র চিকিৎসককে(Junior Doctor) ধর্ষণ করে খুনের ঘটনায় মঙ্গলবার সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। আদালতের নির্দেশ মতো, বুধবার সকালেই কলকাতায় পা রাখল সিবিআইয়ের বিশেষ দল। মোট সাতজনের একটি দল নিয়ে দিল্লি(Delhi) থেকে কলকাতায় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর মধ্যে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। আজ, বুধবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে সোজা সিজিও কমপ্লেক্সে এসে হাজির হয় এই বিশেষ দল। আজ থেকে, তরুণী চিকিৎসক খুনের ঘটনার তদন্তের দায়ভার নেবে সিবিআই। মঙ্গলবার, আর জি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় রুজু হওয়া ৫ টি জনস্বার্থ মামলার শুনানিকালে এই ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই মামলায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ভূমিকা সন্তোষজনক নয় বলেই আদালতের পর্যবেক্ষণ। তাই এই সিদ্ধান্তে আসে আদালত। আজ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এই মামলার সমস্ত নথি হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশকে। ৩ সপ্তাহ পর ফের এই৫ জনস্বার্থ মামলার শুনানি, এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের তরফে।
দেখুন সিজিও কমপ্লেক্সের ভিডিয়ো
#Kolkata doctor's rape and murder | A CBI team has reached Kolkata after the High Court handed over the probe to the agency.
The team will visit #RGKarMedicalCollegeHospital today. #KolkataDoctor #CBI pic.twitter.com/TFxDPY7vyS
— NDTV (@ndtv) August 14, 2024