কলকাতাঃ গোটা শহর যখন 'রাত দখল'(Reclaim The Night) কর্মসূচীতে রাস্তায় নেমেছে তখন হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল আর জি কর মেডিক্যাল কলেজে এবং হাসপাতাল(R G Kar Medical College and Hospital)। ঘড়ির কাঁটায় তখন সবে ১২ টা বেজেছে। হাসপাতাল চত্বরে চলছে স্বতস্ফূর্ত প্রতিবাদ(Protest)। আচমকা ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে এক দল লোকজন। পুলিশকে লক্ষ করে এগিয়ে আসে একদল মানুষ। ভেঙে দেওয়া হয় আন্দোলনের মঞ্চ। ধীরে ধীরে এমারজেন্সি বিভাগের দখল নেয় এই বহিরাগতরা। চলে ভাঙচুর। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় এমারজেন্সি বিভাগ। কয়েক মিনিটেই বদলে যায় গোটা হাসপাতাল চত্বরের ছবিটা। উল্টে দেওয়া হয় কলকাতা পুলিশের গাড়ি। প্রাণ ভয়ে পালাতে শুরু করেন পুলিশসহ আন্দোলনরত চিকিৎসকেরা। ভেঙে দেওয়া হয় সিসিটিভিসহ সংবাদমাধ্যমের ক্যামেরা। কিন্তু প্রশ্ন হল কারা এরা? রাতের অন্ধকারে এভাবে হামলা চালাল কারা? আন্দোলনকারীদের দাবি এরা আন্দোলনে ছিল না। তবে কারা চালাল এই হামলা? কী তাদের উদ্দেশ্য? প্রশ্ন উঠছে নানা মহলে।
হামলা চালাচ্ছে বহিরাগতরা
West Bengal: R.G. Kar Hospital was vandalized, and protestors attacked the Emergency Ward
(Late night video) pic.twitter.com/oltXD0DpnJ
— IANS (@ians_india) August 15, 2024
হামলার পরে হাসপাতাল চত্বর
#WATCH | Visuals from RG Kar Medical College and Hospital where a mob enters the campus, vandalised protesting site, vehicles and public property
A protest was being held by the doctors in the campus of RG Kar Medical College and Hospital against the rape-murder of the trainee… pic.twitter.com/yY0bwMj9Zj
— ANI (@ANI) August 14, 2024