কলকাতাঃ সোমবার সিবিআই(CBI) দফতর সিজিও কমপ্লেক্সে(CGO Complex) তৃণমূল(TMC) নেতা কুণাল ঘোষ(Kunal Ghosh)। আর জি কর কাণ্ডের(R G Kar Case) 'তথ্য প্রমাণ' সিবিআইয়ের হাতে তুলে দিতে এসেছেন বলেই দাবি কুণালের। এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অন্য একটি মামলার কাজে মূলত এখানে আসা। তার পাশাপাশি আর জি করের কিছু জুনিয়ার চিকিৎসক এবং প্রাক্তনীরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু বিষয় তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চান। তাঁরা প্রকাশ্যে আসতে চাইছেন না, তাই আমি তাঁদের হয়ে তথ্য প্রমাণ সিবিআই-এর হাতে তুলে দেব।" এখানেই শেষ নয়, তদন্তকারীরা ওই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাইলে সিবিআই-কে সহযোগিতা করতেও রাজি কুণাল, এমনটাও জানান নিজের মুখে৷ এদিন তিনি আরও বলেন, "আর জি কর হাসপাতালের প্রতি আমার দুর্বলতা আছে। আমার জন্ম এই হাসপাতালে।আমার বাবা এবং মা এই হাসপাতাল থেকে পড়শোনা করেছেন। আমিও দোষীদের বা দোষীর ফাঁসি চাই। আমার যতটুকু করার আমি করব। আমার কাছে যাঁরা এসেছিলেন, তাঁরা জানান, এই নথিতে কিছু থাকলেও থাকতে পারে। কী বিষয়ে এই নথি বা নাম কোনওটাই প্রকাশ্যে আনব না। সিবিআইকে অনুরোধ করব এই নথি নেওয়ার জন্য। বাকিটা তাদের ব্যাপার।" প্রসঙ্গত, গত শনিবার আর জি কর কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। প্রশাসনের কিছু পদক্ষেপে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে বলে জানান কুণাল। আজ হঠাৎ তাঁর সিবিআই দফতরে পৌঁছে যাওয়া নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
শুনুন কী বলছেন কুণাল ঘোষ
#WATCH Kolkata, West Bengal: TMC leader Kunal Ghosh reaches CBI office.
He says, "I have come here for my personal work. I have to give information under a notification before going out of Kolkata, I have come here with the list of that information. Along with this, some… pic.twitter.com/TE3S5IBgtU
— ANI (@ANI) August 19, 2024