কলকাতা, ১৫ ডিসেম্বর: নাগরিকত্ব আইনের (Citizenship Act) প্রতিবাদে রবিবারও বিক্ষোভে তেতে উঠল রাজ্যের বিভিন্ন জায়গা। গতকাল দিন ভর বিক্ষোভের পর এ দিন সকাল হতেই বিক্ষোভ শুরু হয়। দফায় দফায় সড়ক ও রেল অবরোধ শুরু হয়। আনন্দবাজারের খবর অনুযায়ী, শনিবার দিনভর বিক্ষোভের পর এ দিন সকালেও তেতে ওঠে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) খড়দা, আমডাঙা এবং দেগঙ্গা। আমডাঙায় ধানকল মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। সোনাডাঙা মোড়েও অবরোধ করা হয়। ৩৫ নম্বর জাতীয় সড়কে (National Highways) টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে অবরোধ করলে যানজট সৃষ্টি হয়। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় দেগঙ্গাতেও। ভ্যাবলায় ট্রেন অবরোধ করেন বিক্ষোভকারীরা।
বীরভূমের মুরারই আজও অশান্ত। মিত্রপুর ও হিয়াতনগর মোড়ে রাস্তার উপর আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। নলহাটি-আজিমগঞ্জ, আজিমগঞ্জ-নিউ ফরাক্কা এবং কৃষ্ণনগর-লালগোলা শাখায় এখনও ট্রেন পরিষেবা চালু হয়নি। হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের গরফা ব্রিজের কাছে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। সেখানে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আরও পড়ুন: Protest In Bengal Against Citizenship Act: রবিবার থেকেই ফেরাতে হবে আইনশৃঙ্খলা, পুলিশ সুপারদের নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি
অন্য দিকে, পূর্ব ক্যানিংয়ের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগণায় যুব তৃণমূলের সভাপতি শওকত মোল্লার নেতৃত্তেব নয়া নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে মিছিল বেরিয়েছে হাওড়ায়। আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ অন্ডাল বিমানবন্দরে নামবেন ৷ যাবেন ঝাড়খণ্ডের দুমকায় ৷ সেখানে নির্বাচনী প্রচারে যোগ দেবেন ৷ ইটিভি ভারতের খবর অনুযায়ী, তার আগেই আজ দুর্গাপুরে নাগরিকত্ব আইন ও NRC-র বিরোধিতায় পথে নামল স্থানীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷দুর্গাপুর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বেনাচিতি বাজারে প্রতিবাদ মিছিল করা হয়৷ মিছিলে নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমানের কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী। তিনি বলেন, "গোটা দেশজুড়ে মোদি সরকার ধর্ম, জাতপাত, NRC, CAA-র নামে রাজনীতি করে আসল বিষয় থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে৷ দেশে বেকারদের চাকরি নেই৷ একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে৷ দ্রব্যমূল্য আকাশছোঁয়া৷ পেঁয়াজ, গ্যাস, পেট্রল, ডিজেলের দাম বেড়েছে৷ তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল ৷ "