Chicken, Egg Price Rise: পেঁয়াজের পাশাপাশি আগুন দাম মুরগির মাংস, ডিমেরও; ফাঁকা থলি নিয়ে বাড়ি ফিরছে মধ্যবিত্ত
সব্জি বাজার/ প্রতীকী ছবি (Picture Credits: Wikimedia Commons)

কলকাতা, ২৬ নভেম্বর: কী খাবেন এই ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে মধ্যবিত্ত বাঙালির। সব্জির দাম এতদিন বেশি ছিল, পেঁয়াজ (Onion) ছিল ধরা ছোঁয়ার বাইরে। এবার বাড়ল ডিম ও মুরগির মাংসের দামও। মোটামুটি আলাদা করে আর ডায়েট করতে হবে না। দাম শুনে এমনিতেই ক্ষিদে মরে যাচ্ছে বাঙালির। সস্তায় যা পাওয়া যায় তা দিয়েই থলি ভর্তি করে ফিরছে মধ্যবিত্ত (Middle Class)।

মুরগির ডিম (Egg) ৫ থেকে বেড়ে হয়েছে ৬ টাকা। এক মাসে পাইকারি বাজারে মুরগির মাংসেরও (Chicken) দাম বেড়েছে। কেজি প্রতি ২০-২৫ টাকা বেড়েছে। খুচরো বাজারে মুরগির মাংস বেড়েছে কেজি প্রতি ৪০ টাকা। সব বাজারেই অগ্নিমূল্য আলু, পেঁয়াজ-সহ অন্যান্য সব্জি (Vegetables)। কলকাতার বিভিন্ন খুচরো বাজারে পেঁয়াজ ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি। ২০ টাকা কেজি জ্যোতি আলু (Jyoti Aloo)। আদা (Ginger) ১৫০ থেকে ১৮০ টাকা কেজি। রসুন (Garlic) ১৫০ থেকে ১৭০ টাকা। টমেটো (Tomato) ৫০ টাকা প্রতি কেজি। আরও পড়ুন, অন্তর্বাসের ভাঁজেই বাসা বাঁধছে স্ক্র‌্যাব টাইফাস! জ্বর হলেই গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে একদিন, দুদিন বাজারে সব্জিপাতির দাম একটু কম থাকলেও আবার যে কি সেই। তবে এই চড়া দাম শুধু পশ্চিমবঙ্গ কিংবা দেশজুড়ে নয়। বাংলাদেশ, পাকিস্তানেরও এক অবস্থা। হেঁশেলের রসদ জোগাতে রীতিমতো পকেট খালি হওয়ার জোগাড়। তবে রাজস্থান  (Rajasthan) ও কর্নাটক (Karnataka) থেকে চলতি মাসের শেষে প্রায় ৩ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ রাজ্য সরকার আমদানি করবে বলে ঠিক হয়েছে। সেটা না আসা পর্যন্ত পেঁয়াজের দাম আর কমবে না।