রাষ্ট্রপতি হওয়ার পর বঙ্গে প্রথম সফর দ্রৌপুদী মুর্মু। দু দিনের বাংলা সফরে সোমবার দুপুরে শহরে এলেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
শহরে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে রাষ্ট্রপতির নিরাপত্তার কথা মাথায় রেখে। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংবর্ধনা জানাবে।
দেখুন ছবিতে
President #DraupadiMurmu received by Governor #CVAnandaBose & WB CM #MamataBanerjee. pic.twitter.com/zPVVV0BsM9
— Sreyashi Dey (@SreyashiDey) March 27, 2023
দেখুন টুইট
West Bengal | President Droupadi Murmu arrives in Kolkata on a two-day visit to the State.
State's Governor CV Ananda Bose and minister Firhad Hakim received her. pic.twitter.com/AcE7ik9ny6
— ANI (@ANI) March 27, 2023
বঙ্গ সফরে ঠাসা কর্মসূচি রাষ্ট্রপতির। সায়েন্স সিটি, নেতাজি ভবনে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে বেলুড মঠ ঘুরে দেখার পর চলে যাবেন শান্তিনিকেতনে। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দ্রৌপদী মুর্মু। তাঁর সফর ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।