Medinipore: বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার, গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট!
বিজেপি পতাকা(Photo Credits: IANS)

মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: মেদিনীপুরের (Medinipore) জেলা সভাপতি সমিত দাসের বিরুদ্ধে পোস্টার পড়ল শহরে। টাকার বিনিময়ে পদ বিলি করার অভিযোগ উঠেছে সমিতের বিরুদ্ধে। বৃহস্পতিবার পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, এদিনই জেলা সভাপতির বিরুদ্ধে ‘বিজেপির সৎ সক্রিয় কর্মীগণ’-এর নাম করে পোস্টার পড়ে। শহরের রাজনৈতিক মহলে রীতিমত গুঞ্জন শুরু হয়েছে। আরও পড়ুন: Amit Shah At BJP Rally In Thakurnagar: টিকাকরণ শেষ হলেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে, ঠাকুরনগরে ঘোষণা অমিত শাহের

পোস্টারে লাল-নীল কালিতে লেখা ছিল, “জেলা প্রেসিডেন্টের তত্ত্বাবধানে টাকার বিনিময়ে পদাধিকার করা হচ্ছে। এতে দলের অমঙ্গল হচ্ছে।" আবার কোনও পোস্টারে লেখা ছিল, "পশ্চিম মেদিনীপুরে বিজেপির সাংগঠনিক চিন্তাধারা যেপথে এগিয়ে চলেছে, তাতে আগামিদিনে ভাল কর্মীদের দুর্ভাগ্য রয়েছে।" আর পোস্টারের নীচে লেখা রয়েছে নীল কালিতে- ভারতীয় জনতা পার্টি, সৎ ও সক্রিয় কর্মিগণ।

দলবদলের জেরে বিজেপিতে এখন নবাগতদের ভিড়। আর এনিয়ে বিজেপির পুরোনো দলীয় কর্মীদের মধ্যেও চাপানোতর দেখা গিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব স্পষ্ট হয়েছে। তৃণমূল ছেড়ে যারা এসেছেন বিজেপিতে, তাদেরকে দুর্নীতিগ্রস্থ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গর্জে উঠেছে পুরোনো কর্মীরা।