ঠাকুরনগর, ১১ ফেব্রুয়ারি: টিকাকরণ (COVID-19 vaccination) শেষ হলেই নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) আওতায় শরণার্থীদের (Refugees) নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে দলীয় জনসভায় ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি আরও বলেন, তৃণমূল, বাম, কংগ্রেস সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। বলছে নাগরিকত্ব চলে যাবে। সিএএ লাগু করবে বিজেপি, কারও নাগরিকত্ব যাবে না। সিএএ হলে মুসলিমদের নাগরিকত্ব যাবে না।
ঠাকুরনগরের সভা থেকে বেশ কয়েকটি কাজের কথা ঘোষণা করেন অমিত শাহ। বিজেপি সরকার ক্ষমতায় আসলে এই কাজগুলি করবে বলে তিনি জানিয়ে দেন। বলেন, "বিজেপির সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে 'মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা' গঠন করা হবে। শরণার্থীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রে কাজ করা হবে সেই যোজনায়। ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুরনগর করা হবে।" আরও পড়ুন: Nabanna Avijan: বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র ডোরিনা ক্রসিং
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মমতা বলছেন বিজেপি মিথ্যা কথা বলছে। আমরা যা বলি, তাই করি। করোনায় ভ্যাকসিন পর্ব শেষ হলেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। ৭০ বছর ধরে মতুয়া, নমঃশূদ্ররা নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। ২০২০ সালে সিএএ নিয়ে এসেছি। এপ্রিলের পর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ রুখতে পারবে না মমতার সরকার। বিজেপি ক্ষমতায় এলে শুধু অনুপ্রবেশ নয়, পায়রাও ঢুকতে পারবে না। মমতাদিদির উল্টো গোনা শুরু হয়ে গিয়েছে, ভোট মিটতে মিটতে আপনার বিদায় নিশ্চিত।"