![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/12/Rape-Sexual-Harrasement-Representative-Photo-Pixabay1-380x214.jpg?width=380&height=214)
কলকাতায় নারী নিরাপত্তা নিয়ে ইদানিং বহু প্রশ্ন উঠছে। আরজি কর ধর্ষণের ঘটনা, নিউটাউন কাণ্ডের মাঝে এবার গড়ফায় (Garfa) ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বাড়ি ফেরার পথে এক যুবক তরুণীর উদ্দেশ্যে কুমন্তব্য করে। আর তার প্রতিবাদ করতেই মিলল অভিযুক্ত এবং তাঁর পরিবারের তরফ থেকে আসল অ্যাসিড হামলার হুমকি। এমনকী পুলিশে অভিযোগ দায়ের করার পরেও এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই দাবি পরিবারের। যদিও পুলিশের তরফ থেকে তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে।
বাড়ি ফেরার পথে তরুণীকে কটুক্তি
জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় এক যুবক কটুক্তি করেন। প্রতিবাদ করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে সে। এমনকী পুলিশে যাওয়ার কথা বললে অভিযুক্ত যুবক এবং তাঁর পরিবারের লোকজনেরা তরুণীর বাড়িতে চড়াও হয়। এরপর প্রকাশ্যে খুন ও অ্যাসিড হামলার হুমকি দেয় তাঁরা।
থানার মধ্যেও হুমকি অভিযুক্তের
এমনকী পরবর্তীকালে তরুণী গড়ফা থানায় গিয়ে অভিযোগ জানাতে গেলে সেখানেও হাজির হয় অভিযুক্ত। সেখানে আবার চোখ খুবলে নেওয়ার হুমকি দেয় সে। যদিও থানা চত্বরে এমন ঘটনার পরেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ, এমনটাই অভিযোগ তরুণী ও তাঁর পরিবারের। যদিও গোটা ঘটনার তদন্ত হচ্ছে বলে আশ্বস্ত করেছে পুলিশ।