আরামবাগ, ১ মার্চ: সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে এবার তৃণমূল সরকারের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আরামবাগের (Arambagh) সভা থেকে তিনি বলেন, "সন্দেশখালির লজ্জাজনক ঘটনা গোটা দেশ দেখেছে। মহিলাদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে তা দেশবাসী দেখে শিহরিত। রাজা রামমোহন রায়ের (Raja Rammohan Roy) আত্মা যেখানেই থাকুক না কেন, আজ বাংলার এই অবস্থা দেখে তিনিও অত্যন্ত দুঃখিত"।
প্রধানমন্ত্রীর দাবি, "তৃণমূলের নেতারা সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যে কাণ্ড ঘটিয়েছে, তা দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করেছে। মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে সাহায্য চাইলেও তিনি অপরাধীদের আড়াল করছিলেন। অবশেষে মা-বোনেরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে। কিন্তু তাঁদের কোনও সাহায্য করেনি তৃণমূল সরকার।"
#WATCH | PM Modi attacks TMC on Sandeshkhali issue while addressing a public rally in West Bengal's Arambagh
"The country is seeing what TMC has done with the sisters of Sandeshkhali. The whole country is enraged. The soul of Raja Ram Mohan Roy (social reformer) must have been… pic.twitter.com/sTTawokZaV
— ANI (@ANI) March 1, 2024
সভা থেকেই রাজ্য বিজেপি নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে মোদি বলেন, সন্দেশখালিতে তৃণমূল নেতাকে যখন আড়াল করছিলেন মমতা দিদি, তখন বিজেপির নেতারা প্রতিবাদ করেন। অত্যাচারিত মহিলাদের ন্যায় পাওয়ানোর জন্য রাতদিন লড়াই করেছেন। অবশেষে গতকাল ওই নেতাকে গ্রেফতার করতে হয়েছে। সব চোটের জবাব ভোটের মাধ্যমে তৃণমূলকে দিতে হবে।