কলকাতা, ১৮ জুলাই: শুক্রবার দুর্গাপুরের জনসভায় হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জয় মা কালী, জয় মা দুর্গা দিয়ে নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী এদিন। আজকের জনসভা থেকে প্রধানমন্ত্রী অনুপ্রবেশকারীদের (Illegal Migrants) বিরুদ্ধে সুর চড়ান। বাংলাদেশ (Bangladesh) থেকে যাঁরা জোর করে এ দেশে প্রবেশ করেছেন, তাঁদের কোনওভাবে রেয়াত করা হবে না। এদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। তাই যাঁরা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন, তাঁদের কোনওভাবে ছাড়া হবে না বলে গ্যারান্টি। এমন মন্তব্য দুর্গাপুরের জনসভা থেকে করতে শোনা যায় প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুন: PM Narendra Modi: 'বিকশিত বাংলা সংকল্প, বিজেপিকে একবার সুযোগ দিন', দুর্গাপুরের জনসভা থেকে বললেন মোদী
এসবের পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় আঘাত করেছে। দুর্গাপুরের জনসভা থেকে এমন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি আরও বলেন, তৃমণূল কংগ্রেস সরকারের দুর্নীতির জন্য এ রাজ্যে কয়েক হাজার শিক্ষক আজ বেকার। আর সেই কারণে আদালতও এই দুর্নীতিকে 'সিস্টেমেটিক ক্রাইম' বলে মন্তব্য করেছে। এমনও বলতে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।