PM Modi In Durgapur (Photo Credit: ANI/X)

কলকাতা, ১৮ জুলাই: 'বিকশিত বাংলা বিজেপির সংকল্প।' দুর্গাপুরে জনসভায় হাজির হয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তিনি বলেন, বাংলার পাশে অসম, ওড়িশা, ত্রিপুরা উন্নতি করছে। তাই বাংলার মানুষ একবার সুযোগ দিন বিজেপিকে। তাহলে ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে যে বাংলার উন্নতি কীভাবে করা যায়। তবে তৃণমূল কংগ্রেস সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের উন্নতি হবে না। যেখানে কথায় কথায় মুর্শিদাবাদের মত ঘটনা ঘটে, সেখানে কীভাবে শিল্পপতি, উদ্য়োগপতিরা লগ্নি করবেন। লগ্নিকারীরাও এই সমস্ত ঘটনায় ভয় পান। সেই কারণেই এখানে উদ্যোগপতিরা লগ্নি করতে চান না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন: Samik Bhattacharya: 'আমরা প্রথমে ভারতীয় তারপর বাঙালি', মোদীর জনসভায় হাজির হয়ে বললেন শমীক ভট্টাচার্য

তৃণমূল কংগ্রেসের যে গুন্ডা, মাফিয়াদের দল রয়েছে, তা শিল্প উদ্যোগকে থামিয়ে দেয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এইসব কারণেই তৃণমূল সরকারের আমলে বহু কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়েছে। তার জন্যই যুব সম্প্রদায় এগোতে পারছে না। বাংলার হাল বেহাল হয়ে পড়েছে বলে মমতা সরকারকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, টিএমসিকে সরাও, বাংলা বাঁচাও বলেও স্লোগান দিতেও শোনা যায় প্রধানমন্ত্রীকে।