Samik Bhattacharya (Photo Credit: X/PTI)

কলকাতা, ১৮ জুলাই: 'আমরা প্রথমে ভারতীয় তারপর বাঙালি। ভোটে জেতার জন্য উগ্র বাঙালিয়ানা তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে।' দুর্গাপুরে মোদীর জনসভা থেকে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। আগে তৃণমূলকে সরান, তারপর যে যাঁর দলকে বেছে নেবেন। দাঙ্গা নয়,  সম্মন্বয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ এগিয়ে যাক। এমনই মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য।

২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পশ্চিমবঙ্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিহারে জনসভা সেরে বাংলায় আসেন প্রধানমন্ত্রী। দুর্গাপুরে হাজির হয়ে প্রথমে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর রাজনৈতিক বক্তৃতা অন্য মঞ্চ থেকে শুরু করেন প্রধানমন্ত্রী। মোদীর রাজনৈতিক বক্তব্য শুরুর আগে শমীক ভট্টাচার্য মঞ্চে উঠলে, সেখান থেকে উগ্র বাঙালিয়ানার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কটাক্ষ করা হয়।

ভারতের একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে। এমন অভিযোগ নিয়ে সম্প্রতি কলকাতার রাজপথে প্রতিবাদে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালিকে হেনস্থা করা হলে, বাঙালিও বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে এবার পালটা কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।