রামনবমীর (Ram Navami) কয়েকদিন আগেই পার্লামেন্টে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছিল। তাই ৬ এপ্রিলের আগে থেকেই বাংলাজুড়ে চাপানউতোর চলছিলই। রাজনৈতিক নেতাদের প্ররোচনামূলক মন্তব্য থেকে ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাতিল, সবকিছুই এই রামনবমী ঘিরেই হচ্ছিল। যদিও বিগত কয়েকবছর ধরে বাংলায় রামনবমী ঘিরে যে অশান্তি হয়, এই বছরে পুলিশি নিরাপত্তার কারণে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে এরমধ্যেই শিলিগুড়িতে দেখা গেল একটি ব্যতিক্রম ছবি।

রামনবমী নিয়ে ব্যতিক্রমী ছবি শিলিগুড়িতে

শিলিগুড়িতে রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করতে দেথা গেল মুসলিম সম্প্রদায়ের যুবকদের। এদিন মিছিল ঢোকার আগেই হাতে জলের বোতল ও গাঁদা ফুলের থালা নিয়ে দাঁড়িয়ে ছিলে বেশ কয়েকজন মুসলিম যুবক। মিছিল এলাকায় এগোতেই তাঁরা অংশগ্রহণকারীদের হাতে ধরিয়ে দেয় জলের বোতল এবং মাথায় ছড়িয়ে দেয় ফুল। এই ধরনের ছবি সচরাচর দেখা যায় না বাংলায়।

দেখুন ভিডিয়ো

সম্প্রীতির বার্তা মুসলিম যুবকের

রুস্তম আলম নামে এক মুসলিম যুবক বলেন, রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের আমরা স্বাগত জানাচ্ছি। মিছিলে যাঁরা হাঁটছেন তাঁদের জল দেওয়া আমাদের কর্তব্য। আমরা চাই এলাকায় যাতে হিন্দু, মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষজনরা শান্তিতে বসবাস করেন।