নিহত চিকিৎসকের বাবা (ছবিঃANI)

কলকাতাঃ আরজি কর কাণ্ডের(RG Kar Case) প্রতিবাদে অতীতে একাধিকবার সরব হয়েছেন আরএসএস(RSS) প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat)। এবার আরএসএস নেতার সঙ্গে দেখা করলেন আরজি কর কাণ্ডের নিহত চিকিৎসকের বাবা-মা। জানা গিয়েছে, ১০ দিনের সফরে কলকাতায় এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান। উঠেছেন নিউটাউনের একটি অতিথিশালায়। শনিবার সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন নির্যাতিতার বাবা-মা। প্রায় দেড় ঘণ্টা দু'পক্ষের কথা হয় বলে খবর। যদিও তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ আরজি করের নির্যাতিতার মা-বাবার

সূত্রের খবর, আরএসএস প্রধানের কলকাতা সফরের খবর পেয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের সময় চান তরুণী চিকিৎসকের বাবা-মা। সেই মতোই দেখা করার বন্দোবস্ত করে দেওয়া হয়। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া ন্যে শুরু থেকেই সন্তুষ্ট নন নির্যাতিতার বাবা-মা, সংবাদমাধ্যমের সামনে একাধিকবার জানিয়েছেন সে কথা। কলকাতা পুলিশ, সিবিআই কেউই যথাযথভাবে এই ঘটনার তদন্ত করেনি বলে অভিযোগ সন্তানহারা বাবা-মায়ের। তাই এবার তদন্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন নিহত চিকিৎসকের বাবা-মা।

মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ আরজি করে নিহত তরুণীর বাবা-মায়ের