Suvendu Adhikari's Protest Against Pakistan (Photo Credit: Facebook/Screengrab)

কলকাতা, ২৪ এপ্রিল: পহেলগামে জঙ্গিদের (Pahalgam Terrorist Attack) নারকীয় হত্যালীলার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পহেলগামে যেভাবে নৃশংসভাবে ২৬ জনকে হত্যা করা হয়, তার নিন্দা চলছে গোটা বিশ্ব জুড়ে। আমেরিকা থেকে রাশিয়া কিংবা অস্ট্রেলিয়া, ফ্রান্স, বিশ্বের তাবড় দেশগুলি পহেলগাম হামলার তীব্র বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়ান। পহেলগামে হামলায় যে ২৬ জনের প্রাণ গিয়েছে, তাঁদের মধ্যে ১ জনই শুধু স্থানীয় কাশ্মিরী (Jammu And Kashmir) ঘোড়া চালক। বাকিরা প্রত্যেকে পর্যটক।

কাশ্মীরের 'মিনি সুইৎজারল্যান্ড' হিসেবে পরিচিত বৈসরণ ভ্যালিতে বেছে বেছে নাম জেনে, পরিচয় জেনে পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। যে লস্কর জঙ্গিদের পিছনে পাকিস্তানের অদৃশ্য সংযোগ রয়েছে। পহেলগামে হামলার পর মৃত ভারতীয়দের মধ্যে যেমন এক নৌসেনা আধিকারিক রয়েছেন, তেমনি এক আইবির আধিকারিকও রয়েছেন। রয়েছেন কলকাতার বিতান অধিকারী, সমীর গুহরাও। বুধবার বিতান অধিকারী (Bitan Adhikari), সমীর গুহদের দেহ কলকাতায় (Kolkata) ফেরে। কান্নার ভেঙে পড়েন স্ত্রী, পরিবার, পরিজনরা।

পহেলগাম হামলার পর গোটা দেশ যখন ক্ষোভ প্রকাশ করছে, সেই সময় পাকিস্তানের (Pakistan) পতাকা জ্বালালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভার বাইরে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা ব্যাগ থেকে বের করে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন বিজেপি নেতারা।

দেখুন শুভেন্দু অধিকারীদের প্রতিবাদ...

সেই সঙ্গে 'পাকিস্তান মুর্দাবাদ' বলে যেমন স্লোগান দেন শুভেন্দুরা, তেমনি 'হিন্দু শহিদ অমর রহে' বলেও স্লোগান শোনা যায় রাজ্যের বিরোধী দল নেতার মুখে। সবকিছু মিলিয়ে কাশ্মীরে নারকীয় জঙ্গি হামলার পর গোটা দেশ জুড়ে দোষীদের শাস্তির দাবিতে মুখর সাধারণ মানুষ।