Kolkata: লকডাউনের মাঝেই গুলির শব্দে কেঁপে উঠল কলকাতা
গুলি/ প্রতীকী ছবি (Photo Credits: IANS)

কলকাতা, ২৬ মার্চ: লকডাউনে শুনশান কলকাতা (Lockdown in West Bengal)। ঘরে বন্দি মানুষজন। সেই সময় আচমকাই বৃহস্পতিবার দুপুরে গুলির শব্দে কেঁপে উঠল রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) থানা এলাকা। ঘটনায় ১ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: Sourav Ganguly Donates Rice: সংক্রমণ রুখতে লকডাউন, সহায় সম্বলহীনদের জন্য ৫০ লাখের চাল দিলেন সৌরভ গাঙ্গুলি

 পুলিশ সূত্রে খবর, লেক থানা এলাকা চত্বরে একটি ফাঁকা জায়গায় মদ্যপান করছিল একদল যুবক। সেই সময় আচমকাই তাদের মধ্য়ে একটি বিষয় নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্ক পৌঁছায় হাতাহাতিতে। শেষে আচমকাই একজন বন্দুক বের করে গুলি ছুঁড়তে শুরু করে। গুলি লেগে একজন মাটিতেই লুটিয়ে পড়ে বলে জানা গিয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। গুরুতর আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ওই ব্যক্তি। হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রটি। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।