রাত তখন সাড়ে ১০টার থেকে কিছুটা বেশি। কলকাতা মেডিকেল কলেজ (Kolkata Medical College) চত্বরে তথন মানুষের ভিড় কিছুটা পাতলা হচ্ছে। হঠাৎ সেই সময় এমার্জেন্সি বিভাগের কাছে রাস্তায় পড়ে লুটোপুটি খাচ্ছেন এক কর্তব্যরত পুলিশকর্মী। প্রথমে রোগীর পরিজনেরা দেখে ভাবছিলেন সম্ভবত উনি কোনও কারণে অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু কাছে যেতেই তাঁরা পেলেন মদের গন্ধ। ব্যস, কারোর বুঝতেই অসুবিধা হল না যে অন-ডিউটি পুলিশ অফিসার আকন্ঠ মদ খেয়ে কাজে যোগ দিয়েছন। মুহূর্তের মধ্যে তাঁর কাণ্ড কারখানা ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

কলকাতা মেডিকেল কলেজে মদ্যপ পুলিশের কীর্তি

শনিবার রাতে ঘটনাটি ঘটেছেন কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে। জানা যাচ্ছে, ওই পুলিশকর্মীর নাম অরুণ কুমার দাস। অরুণের কীর্তির খবর চলে যায় হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের কাছে। তাঁরা ঘটনাস্থলে এসে তড়িঘড়ি ওই পুলিশকর্মীকে তুলে ভেতরে নিয়ে যায়। তবে তখনও অরুণ হুঁশে ফেরেননি।

দেখুন ভিডিয়ো

ডিউটিতে যোগ দেওয়ার আগেই নেশা করেছিলেন পুলিশকর্মী

জানা যাচ্ছে, এদিন ডিউটিতে যোগ দেওয়ার আগেই নেশা করেছিলেন তিনি। তবে ডিউটিতে বসার পর বেসামাল হয়ে মাটিতে পড়ে যান তিনি। আর তারপরেই তাঁর কীর্তি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যদিও অরুণ কুমার দাসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।