Anubrata Mondal (Photo Credits: X)

গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়া তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) অবশেষ ফিরলেন বীরভূম। দু বছর জেলবন্দি থাকার পর মঙ্গলবার বোলপুরের নিচুপট্টির বাড়িতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন কেষ্ট। এদিন সকাল থেকেই অনুব্রতর প্রত্যাবর্তনের অপেক্ষায় তাঁর বাড়ির সামনে ভিড় করেছিলেন কর্মী সমর্থকেরা। ভিড়ের মাঝে বাড়িতে প্রবেশ করার সময়ে তৃণমূল নেতার চোখ ছলছল করে ওঠে। তিহাড়ের কারাবন্দি জীবন থেকে মুক্তি পেয়ে এদিন বাড়ি ফিরেই কেষ্ট এক তলায় দলীয় কার্যালয়ে যান। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা এবং দলের ঘনিষ্ঠ কয়েকজন নেতা। তাঁদের সঙ্গে কথা বলতে বলতে কেঁদেই ফেললেন অনুব্রত। চোখে জল ছিল মেয়ে সুকন্যারও।

গরু পাচার মামলায় দু বছর হাজতবাসের পর শুক্রবার অনুব্রতের জামিন মঞ্জুর হয়। তবে আইনি প্রক্রিয়ায় কিছু জটিলতার কারণে জেলমুক্তি কিছুটা বিলম্বিত হয়। সোমবার সন্ধ্যায় তিহাড় থেকে বের হন অনুব্রত। বাবাকে জেল থেকে আনতে গিয়েছেন কিছুদিন আগেই জেল থেকে বেরনো মেয়ে সুকন্যা মণ্ডল। এদিন রাতের বিমানে চেপে দুজনে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। মঙ্গলবার ভোরে কলকাতায় পৌঁছে এরপর গাড়িতে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত এবং সুকন্যা। সকাল ৯টা নাগাদ নিচুপট্টির বাড়িতে পৌঁছন বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতি।

আগের দুবছর দুর্গাপুজোয় বাড়ি ছিলেন না অনুব্রত মণ্ডল। তবে এইবার পুজোর আগে বাড়ি ফিরলেন তিনি। বাড়ির দলীয় কার্যালয়ে বসে কেষ্টর দু চোখ ভিজল জলে। আনন্দে, উচ্ছ্বাসে নাকি যন্ত্রণায়!

মঙ্গলবার প্রশাসনিক বৈঠক কর্মসূচি নিয়ে বীরভূম আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এদিনই জেল থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত। দুজনের সাক্ষাৎ কী হবে আজ? সেই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।