শিলিগুড়ি, ৬ অক্টোবর: বন্যা এবং ধস কবলিত উত্তরবঙ্গে (North Bengal Flood) গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা। এমনই জানালেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh)। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে শঙ্কর ঘোষ একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে সাংসদ কগেন মুর্মুকে আহত, রক্তাক্ত অবস্থায় দেখা যায়। শঙ্কর ঘোষ অ্যাম্বুলেন্সে করে খগেন মুর্মুকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেন।
শঙ্কর ঘোষের কথায়, বেশ কিছু মানুষ লাঠি নিয়ে তাঁদের দিকে তেড়ে যান। যে হামলায় খগেন মুর্মু রক্তাক্ত হন। তাঁকে উদ্দেশ্য করেও লাঠি চালানো হয়। তবে তিনি কোনওক্রমে শুয়ে পড়েছিলেন বলে আঘাতের হাত থেকে রক্ষা পান। তিনি শুয়ে না পড়লে, তাঁর মাথা ফেটে যেত বলে জানান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
শুনুন কী বললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ...
শঙ্কর ঘোষ জানান, তাঁরা গেলে গাড়ির উপর হামলা চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। তাঁর সারা শরীর কাঁচে ভর্তি বলে জানান বিজেপি বিধায়ক। ত্রাণ নিয়ে তাঁরা গিয়েছিলেন। মনোজ টিগ্গা, শ মীক ভট্টাচার্য, খগেন মুর্মুরা যখন যান ত্রাণ দিতে, মানুষের খোঁজ খবর নিতে, সেই সময় তাঁদের উপর হামলা চলে বলে জানান শঙ্কর ঘোষ।