ছত্রধর মাহাতো (Picture Source: Wikipedia)

কলকাতা, ২০ সেপ্টেম্বর: ফের একবার জাতীয় তদন্তকারী সংস্থা, এনআইএ-র (NIA) জেরার মুখে পড়তে চলেছেন জঙ্গলমহলের নেতা (Jangalmahal Leader) ছত্রধর মাহাতো (Chhatradhar Mahato)। একমাসের মধ্যে তৃতীয়বার। আগামী সপ্তাহে তাঁকে তলব করা হবে বলে জানা যায়। এর আগে অগস্টের শেষে ২ দিন শালবনিতে গিয়ে তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদককে জেরা করেন এনআইএ।

উল্লেখ্য, এক দশকেরও বেশি পুরনো অনেকগুলি মামলা রয়েছে ছত্রধর মাহাতোর নামে। সেগুলি নিয়েই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এনআইএ। ২০০৯-এর ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুন হন। সেই খুনের ঘটনায় ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করছেএই তদন্তকারী সংস্থা। এরপর ওই বছরই রাজধানী ছিনতাইয়ের চেষ্টা হয়। ২০০৯-এর শেষেরদিকে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী হাইজ্যাকের ঘটনাতেও ছত্রধর মাহাতোর নাম উঠে আসে। এছাড়া, পিপলস কমিটি এগেইনস্ট পোলিস অ্যাট্রোসিটিস-এর সক্রিয় সদস্যও ছিলেন তিনি। এই সব নিয়েই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে এনআইএ সূত্রে খবর। আরও পড়ুন, মুর্শিদাবাদে আল-কায়দা-যোগে ধৃত ৬ জঙ্গিকে জেরা এনআইএ দফতরে, পৌঁছেছে সিআইডি ও এসটিএফ

তলবের প্রসঙ্গে ছত্রধর মাহাতো জানান, এটি রাজনীতিক প্রতিহিংসা। "সম্প্রতি মূলস্রোতে ফিরেছি। রাজনীতিতে ফিরেছি। তৃণমূলে যোগ দিয়ে বড় দায়িত্বও পেয়েছি। সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার তরফে আমার উপর এই চাপ তৈরি করা হচ্ছে", বলে দাবি করেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো।