কলকাতা, ২০ মে: আজ হচ্ছে না নারদা মামলার (Narada Scam Case) শুনানি। অনিবার্য কারণে শুনানি স্থগিত হয়ে যায়। যারফলে ৪ অভিযুক্তকে জেল হেফাজতেই থাকতে হবে। এরমধ্যে ৩ অভিযুক্ত হাসপাতালে চিকিৎসাধীন। ৩ জন হাসপাতালেই থাকবেন। বৃহস্পতিবার দুপুর ২টোর সময় হওয়ার কথা ছিল শুনানি। আগামীকাল, শুক্রবার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর শনি ও রবিবার হাই কোর্টে ছুটির দিন। তাই পরের সপ্তাহেও শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা হাই কোর্টের (Calcutta HC) ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়েছে, বিশেষ কারণে আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না।
আরও পড়ুন, শুনানি ফের আগামিকাল, হেফাজতেই ফিরহাদ-সুব্রত-মদন-শোভনরা
আজ নারদা মামলা স্থানান্তরের শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টে। এছাড়াও, নেতা-মন্ত্রীদের জামিনের স্থগিতাদেশ পুনর্বিবেচনা নিয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল।
হেভিওয়েট নেতাদের তরফে নতুন ডিভিশন বেঞ্চ গড়ার আবেদন নিয়ে ভাবনা-চিন্তা চালানো হচ্ছে, বলে খবর সংবাদমাধ্যম সূত্রে।