Narada Sting Case: শুনানি ফের আগামিকাল, হেফাজতেই ফিরহাদ-সুব্রত-মদন-শোভনরা
আপাতত হেফাজতেই এই চার নেতা-মন্ত্রী।

কলকাতা, ১৯ মে: যুক্তি, পাল্টা যুক্তির পর অবশেষে আজ হাইকোর্টে নারদ মামলায় শুনানি শেষ হল। পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে বৃহস্পতিবার দুপুর ২ টোয়। ফলে, আগামিকাল, বৃহস্পতিবার পর্যন্ত হেফাজতেই থাকতে হবে ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra), শোভনদেব চট্টোপাধ্যায়-(Sovandeb Chattopadhyay)দের। করোনাকালে তাঁদের জেলে রাখা কি জরুরি, বিচারপতি এমন প্রশ্ন করেছিলেন। হাইকোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে, এই অবস্থায় তদন্তে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তোলেন সিবিআইয়ের আইনজীবী। হাইকোর্টে তৃণমূল নেতাদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি

(Abhishek Singhvi)।

আরও পড়ুন: Firhad Hakim Feeling Unwell: জ্বরে আক্রান্ত ফিরহাদ হাকিম, এসএসকেএমে আসতে চাইলেন না

অভিযুক্তদের না জানিয়ে মামলা করা হয়েছে। নানা কৌশলে অভিযুক্তদের জেলে ঢোকার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন অভিষেক মনু সিংভি। গণতান্ত্রিক দেশে মানুষ রাস্তায় নেমেই প্রতিবাদ করে। আইনকে নিজের পথেই চলতে দেওয়া উচিত, এমন কথা বলেছিলেন সিংভি। সিবিআই আধিকারিকদের হুমকি দেওয়া হয়েছিল। এমন অবস্থা হয় যে, অভিযুক্তদের শারীরিক পরীক্ষা করানো যায়নি, এমন অভিযোগ করেন তুষার মেহেতা।

নারদ মামলার শুনানি শুরু হয় বুধবার দুপুর ২টো থেকে৷ কলকাতা হাইকোর্টে শুরু হয় এই মামলার শুনানি৷ বিচারক রাজেশ বিন্দাল এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের এজলাসেই চলে শুনানি৷ ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে লড়বেন আইনজীবী অভিষেক মনু সিংভি এবং মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসেবে লড়াই করবেন সিদ্ধার্থ লুথরা৷