কলকাতা, ২৮ অগাস্ট: এবার নবান্ন অভিযান (Nabanna Abhijan) নিয়ে ফের জোরদার কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেন, রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল নবান্ন অভিযানের সঙ্গে। যাঁরা নবান্ন অভিযানে যান, তাঁদের সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের (CBI) অফিসে যাওয়া উচিত ছিল। যেখানে সিবিআইয়ের হাতে তদন্তভার এবং মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেখানে নবান্ন অভিযানে কী হবে বলে পালটা প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।
তৃণমূল নেতা আরও বলেন, মঙ্গলের নবান্ন অভিযান থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। ভারতবর্ষের অন্য যে রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটে, সেখানকার মুখ্যমন্ত্রীরা (Mamata Banerjee) কি ইস্তফা দিয়েছেন বলেও প্রশ্ন তোলেন তৃণমূল নেতা। মঙ্গলবারের নবান্ন অভিযানে বড়জোর ৩ হাজার মানুষ ছিলেন। যাঁরা আন্দোলন করেন ওঁরা ব্যারিকেড ভেঙে পুলিশের উপর হামলা চালান, গুন্ডামি করেন বলেও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলনকে জোরদার কটাক্ষ করেন কুণাল।
আরও পড়ুন: Nabanna Abhijan: পুলিশকে লক্ষ্য করে ইঁট, পাথর ছুঁড়ছেন আন্দোলনকারীরা, আহত আইসি চণ্ডিতলা
প্রসঙ্গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান শুরু হয়। যা নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় কলকাতা, হাওড়ায়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কখনও লাঠিক চালায় আবার কখনও কাঁদানে গ্যাস, জল কামান ছোঁড়ে।
অন্যদিকে পুলিশের দিকেও লাঠি, ইট ছুঁড়তে শুরু করেন আন্দোলনকারীরা। যার জেরে আইসি চণ্ডিতলা এবং কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিষ চক্রবর্তী গুরুতর জখম হন। এমনকী, দেবাশিষ চক্রবর্তী এক চোখে দৃষ্টিশক্তিও হারান নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোঁড়া ইটের আঘাতে।