আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

মুশিদাবাদ:‌ মুর্শিদাবাদ জোলার (Murshidabad District)মধ্যে এই এলাকা পড়লেও কংগ্রেসের ছাপ বড় একটা নেই এই লোকসভা কেন্দ্রে। মূলত সংখ্যালঘুদের বসবাস হওয়ায় প্রতিবারই ধর্মনিরপেক্ষতাকেই ইস্যু করে ভোট বৈতরণী পাড় করেছেন রাজনৈতিক দলের নেতারা। এদিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে সিপিএমই।

বিধানসভা কেন্দ্র:  ভগবানগোলা,রানিনগর,মুর্শিদাবাদ,হরিহরপাড়া,ডোমকল,জঙ্গিপুর, করিমপুর

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

১৯৮০ সাল থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি সিপিএমের দখলে রয়েছে। মাঝে দুবার কংগ্রেস দখল নিলেও ২০১৪ সালে ফের সিপিএম তার গড় দখল করেছে।

বদরুদ্দোজা খান(‌সিপিএম)‌—প্রাপ্ত ভোট ৪২৬,৯৪৭(CPM)

আবদুল মান্নান হোসেন(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৪০৮,৪৯৪ (INC)

মহম্মদ আলি(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ২৮৯,০২৭

সুজিত কুমার ঘোষ(‌বিজেপি)‌— প্রাপ্ত ভোট ১০১,০৬৯

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী তালিকা

বদরুদ্দোজা খান(‌সিপিএম)‌

আবু তাহের খান(‌তৃণমূল কংগ্রেস)‌

আবু হেনা(‌কংগ্রেস)‌

হুমায়ূন কবীর(‌বিজেপি)‌(Humaun Kabir)

মন্তব্য:‌ প্রার্থী বদল করেও এই কেন্দ্রে দাঁত ফোটাতে পারেনি শাসক দল তৃণমূল। এমনকী কংগ্রেস জিতে যাওয়া কেন্দ্রও হারিয়েছে। তাই এবার চতুর্মুখী লড়াইয়ে সিপিএম সর্বশক্তি প্রয়োগ করে গড় দখলে রাখতে মরিয়া।