![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/07/74-1-2.jpg?width=380&height=214)
ফের শহরে যৌন হেনস্থার অভিযোগ। এবার বেহালায় (Behala) এক বছর চারেকের শিশুকন্যাকে যৌন হেনস্থায় অভিযোগ উঠল স্থানীয় এক পুরকর্মীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারাই তাঁকে হাতেনাতে ধরে বেধড়ক মারধর করে, চুল কামিয়ে দেয়। পরে ঘটনাস্থলে হরিদেবপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। এমনকী পরিবারের সদস্যরাও থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এদিন ঘটনাটি ঘটেছে বেহালার ১২৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকায়।
কুকর্ম নজরে আসে এলাকাবাসীর
জানা যাচ্ছে, বাড়ির সামনে ফাঁকা রাস্তায় খেলছিল ওই শিশুকন্যাটি। তখনই ওই রাস্তা দিয়ে যাচ্ছিল অভিযুক্ত। অভিযোগ, ফাঁকা রাস্তা দেখে বাচ্চাকে কোলে নিয়ে কুকর্ম করছিল ওই ব্যক্তি। তখনই এক প্রতিবেশীর নজরে বিষয়টি আসে। সে বাকিদের ডেকে অভিযুক্তকে ধরে ফেলে। তারপর লাইট পোস্টে বেধে চলে বেধড়ক মারধর।
পুলিশকে দেখে বিক্ষোভ বাসিন্দাদের
এমনকী তাঁর মাথার চুলও কামিয়ে দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশের গাড়ি দেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনা নিয়ে বেশ ভালোই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।