কলকাতাঃ ফের তৃণমূল কংগ্রেসের(TMC) নিশানায় রাজ্যপাল সিভি আনন্দ বোস(CV Ananda Bose)। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(CM Mamata Banerjee) বয়কট প্রসঙ্গে রাজ্যপালকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ(MP Sagarika Ghose)। কথা বলার নৈতিক অধিকার হারিয়েছেন রাজ্যপাল এমনটাই মন্তব্য তৃণমূল নেত্রীর। বুধবার সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভিডিয়ো বার্তার মাধ্যমে রাজ্যপালের অপসারণ চেয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার কোনও অধিকার নেই ওঁর। নিজের নৈতিক অধিকারটুকুও হারিয়েছেন তিনি। একটি নয় দু'দুটি যৌন হেনস্থার অভিযোগ রয়েছে যার বিরুদ্ধে তিনি এত কথা কী করে বলেন?" এখানেই শেষ নয় তিনি আরও যোগ করেন, "সাংবিধানিক দায়দায়িত্ব ভুলে বিজেপির দালাল হয়ে উঠেছেন রাজ্যপাল, তা বাংলার মানুষের কাছে স্পষ্ট।" প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চিকিৎসক খুনের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও বারবার অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, সামাজিকভাবে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক পর্যন্ত দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োর মাধ্যমে এই গোটা ঘটনায় চরম নিন্দা করে রাজ্যের প্রশাসনিক প্রধানকে তুলোধোনা করেন তিনি। এমনকী কোনও সামাজিক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলে তিনি সেখানে যাবেন না বলেও সাফ জানিয়ে দেন। রাজ্যপালের এই বক্তব্যের পরই তাঁর উপর চটেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
রাজ্যপালকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ
VIDEO | "The Bengal Governor CV Ananda Bose has repeatedly crossed all permissible constitutional limits. He has repeatedly insulted the elected chief minister of Bengal Mamata Banerjee. She is the country's only woman chief minister of a major state. He has called for a social… pic.twitter.com/Sdhb1p1aeD
— Press Trust of India (@PTI_News) September 18, 2024