কলকাতা, ১৮ অগাস্ট: বাংলায় বদলে যাচ্ছে মাদার ডেয়ারির (Mother Dairy) নাম! 'বাংলার গরুরা দুধ দেয়, বাংলার চাষিরা দুধ উৎপাদন করে তাহলে বাংলা ডেয়ারি (Bangla Dairy) কেন করব না!'এই কথা বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) র ঘোষণা 'মাদার ডেয়ারি'কে 'বাংলা ডেয়ারি'করব। তবে নাম বদলাতে আরও কয়েকটা দিন সময় লাগবে পারে বলে মমতা জানিয়েছেন। মমতা বলেন, ''মাদার ডেয়ারিকে আমরা বাংলা ডেয়ারি করব। এআরডি দফতরকে আগে অনেকবার বলেছি। মাদার ডায়েরি আলাদা কোম্পানি। এটা আমাদের রাজ্যের কোম্পানি নয়।"বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক সম্মেলনে এমন কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: আফগানিস্তানে আটকে বাংলার ২০০ জনকে ফেরাতে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা, জানালেন মুখ্যমন্ত্রী
মাদার ডেয়ারির নাম পরিবর্তন নিয়ে প্রধান সচিব ও মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে বলে মমতা জানান। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেন,'মাদার ডেয়ারি তো আছে। অন্য জায়গার উৎপাদনকারী। বাংলার নয়। এটা অন্য কোম্পানি। বাংলার নিজস্ব কোম্পানি। বাংলা ডায়েরিতে খুব ভালো দই, দুধ ও আইসক্রিম পাওয়া যাবে। সবাই খাক না। আরও নানারকম জিনিস বিক্রি করুন।'
এদিকে, নবান্নে সাংবাদিক সম্মলনে মমতা জানান, রাজ্যের গ্রামাঞ্চলগুলিতে ৫০ শতাংশ কোভিড টিকাকরণ হলেই চালু হবে লোকাল ট্রেন। কলকাতার ৭৫ শতাংশ নাগরিকদের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে বলে এ দিন জানান মমতা।