ছবি এএনআই

কলকাতা, ১৮ অগাস্ট: আফগানিস্তানে (Afghanistan) আটকে রয়েছেন বাংলার ২০০ জন৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়৷ তিনি বলেন, তাঁরা খবর পেয়েছেন, দার্জিলিং, তরাই এবং কালিম্পংয়ের ২০০ জন আফগানিস্তানে আটকে রয়েছেন৷ তাঁদের কীভাবে উদ্ধার করা যায়, সে বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে তাঁর কথা হয়েছে৷ আফগানিস্তানে আটকে থাকা বাংলার মানুষকে কীভাবে ফেরানো য়ায়, সে বিষয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ করছেন মুখ্যসচিব৷ বিষয়টি নিয়ে কথা বলাও হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ কীভাবে বাংলার ওই ২০০ জন ভারতে এবং পশ্চিমবঙ্গে ফেরানো যায়, সেই চেষ্টা চলছে৷

সম্প্রতি কাবুল (Kabul) দখল করে নেয় তালিবান৷ কাবুল দখলের পর থেকে গোটা আফগানিস্তান থেকে মানুষ পালাতে শুরু করেছেন৷ বিশেষ করে মহিলা এবং শিশু৷ তালিবান জমানায় আফগানিস্তানে মহিলাদের কী হাল হয়, সে বিষয়ে শঙ্কিত প্রায় গোটা বিশ্ব৷

আরও পড়ুন: Taslima Nasreen: 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয় বর্বর তালিবান জানে না', আক্রমণ তসলিমার

যদিও তালিবানের (Taliban) তরফে দাবি করা হয়েছে, মহিলাদের অধিকার এবং বাক স্বাধীনতা নিয়ে তারা অবগত৷ মহিলাদের পড়াশোনা এবং কাজের অনুমতি দেওয়া হবে৷ তবে তা শরিয়তি আইন মেনে৷ ইসলামিক ভাবধারা মেনে তবেই মহিলাদের কাজের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয় তালিবানের তরফে৷

প্রসঙ্গত তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর টোলো নিউজের এক সাংবাদিক প্রকাশ্যে সাক্ষাৎকার নেন এক নেতার৷ যা দেখে কার্যত চমকে যায় গোটা বিশ্ব৷ পাশপাশি টোলো নিউজের ওই সাংবাদিকের প্রশংসা শুরু করেন বিশ্বের তাবড় সাংবাদিকরা৷