কলকাতাঃ আজ, ১৯ জুন নদিয়ার (Nadia) কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন (Kaliganj Assembly By-Elections)। সকাল ৭ টা অর্থাৎ নির্ধারিত সময়েই শুরু হয়েছে নির্বাচন (Vote)। বৃষ্টি মাথায় করেই বুথমুখী সাধারণ মানুষ। কোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন অতিরিক্ত পুলিশ। মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি প্রয়াত হন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর কারণেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এছাড়া দেশের চার রাজ্যরে পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে আজ। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই সমস্ত রকম পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। কারণ এই নির্বাচনের ৬২ টি বুথ ভীষণভাবে স্পর্শকাতর বলে সূত্রের খবর।
সকাল থেকে কালীগঞ্জে শুরু উপনির্বাচন
অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই শান্ত কালীগঞ্জ। সুষ্ঠভাবেই সম্পন্ন হচ্ছে ভোট, এমনটাই জানালেন প্রিসাইডিং অফিসার প্রদ্যুত মল্লিক। সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "ভীষণই শান্তিপূর্ণ ভাবে ভোট সম্পন্ন হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানকার মানুষজনও ভীষণ ভদ্র, ভাল। সকাল ৭ টা থেকে নির্বাচন শুরু হয়েছে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। এখানকার পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ, আগামীতেও তাই থাকবে বলে আশা রাখি।" প্রসঙ্গত, কালীগঞ্জের পাশাপাশি কেরল, পঞ্জাবের একাধিক কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। সকাল থেকেই শুরু হয়েছে মক-পোলিং।
বৃষ্টি মাথায় বুথমুখী সাধারণ মানুষ, কালীগঞ্জে নির্বাচনের হাওয়া কোন দিকে?
#WATCH | West Bengal: Mock-polling is underway at a polling booth in the Kaliganj assembly constituency.
Voting for the Kaliganj by-elections begins at 7 am. TMC has fielded Alifa Ahmed, BJP has fielded Ashish Ghosh, while Congress has fielded Kabil Uddin Shaikh as candidates. pic.twitter.com/sxntvfAgmS
— ANI (@ANI) June 19, 2025
কী বলছেন প্রিসাইডিং অফিসার?
#WATCH | Nadia, West Bengal: Pradyut Mallick, Presiding Officer, Booth No 171, Debagram DK Girls High School, at the Kaliganj Assembly Constituency, says, "Good arrangements have been made by the Election Commission. Security is also good... Seeing everything, we are confident… https://t.co/nSRArDFU3z pic.twitter.com/LSou6zRQwP
— ANI (@ANI) June 19, 2025