Photo Source: Wikipedia

কলকাতা, ১৬ জুন: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছিলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। নিজের হাসিমুখের একটি ছবি, তৃণমূলের লোগো দিয়ে এবং তার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ছবি দিয়ে ফেসবুকে পোস্টটি করেন অভিষেক। এরপরই সেই শোকবার্তা নিয়ে শুরু হল রাজনৈতিক লড়াই। অভিষেক ব্যানার্জির পোস্টের চরম বিরোধিতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

সুশান্ত সিং রাজপুতের অকালপ্রয়াণে এখনও শোকের ছায়া সোশ্যাল মিডিয়ায়। রূপোলি দুনিয়া তো বটেই। ক্রীড়াজগত থেকে রাজনৈতিক জগত। সকলেই শোকবার্তা জানিয়েছেন সুশান্তের মৃত্যুতে। তরুণ, তরতাজা ছেলেটির মৃত্যু এখনও কেউ যেন মেনে নিতেই পারছেন না। কিন্তু শোকবার্তায় কেন রাজনৈতিক প্রচার? প্রশ্ন তুললেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি অবিলম্বে পোস্টটি ডিলিট করারও অনুরোধ করলেন বাবুল সুপ্রিয়। তিনি পোস্টে লেখেন, "সুশান্তকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানালে, খুব ভালো কথা, কিন্তু তাতে তৃণমূলের লোগো কেন?? তোমার নিজের ছবিই বা কেন?যদি দেখি এই পোস্টটা ডিলিট্ করে, পার্টির লোগো ছাড়া এটা আবার পোস্ট করেছো, তাহলে বুঝবো আমার মেসেজটা তোমার কাছে পৌঁছোতে পেরেছি |

বাকী, রাজনৈতিক লড়াই চলছে চলবে - আরও তীব্র হবে ! অপেক্ষায় রইলাম!"

এর আগেও একাধিকবার অভিষেক-বাবুল রাজনৈতিক লড়াই প্রকাশ্যে এসেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পোস্টে আরও একবার সেই লড়াই প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়া মারফত। এবার অভিনেতা সুশান্ত সিং রাজপুুতের মৃত্যুতে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে।