কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: সক্রিয় রাজনীতিতে তিনি থাকেন কিংবা না থাকেন, নিজের কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে থেকে যাবেন। শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty )। যেখানে মিমি নিজের ৫ বছরের সাংসদ তহবিলের অর্থে যে কাজ হয়, তার খতিয়ান প্রকাশ করেন। সাংসদ তহবিলের অর্থ তিনি কোথায়, কীভাবে খরচ করেছেন, সেই হিসেব দেন তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ।
দেখুন....
বৃহস্পতিবার মিমি চক্রবর্তী যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলে জানান। এমনকী তিনি আর ভোটে দাঁড়াতে চান না বলেও জানান মিমি। তবে ইস্তফা পত্র তিনি তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর হাতে তুলে দিয়েছেন। দিদি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন বলে জানান মিমি।
বৃহস্পতিবারের ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের ফেসবুকে নয়া পোস্ট শেয়ার করেন মিমি চক্রবর্তী।