প্রতীকী ছবি (Photo Credit: Metro Rail Kolkata @metrorailwaykol Twitter Page)

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: Metro Train Problem: ফের শহরে মেট্রো বিভ্রাট। অফিস টাইমে আবারও বিভ্রাটের কারণে অস্বস্তিতে যাত্রীরা। আজ সকাল ৯ টা ৫২ নাগাদ ময়দান মেট্রো স্টেশনে একটি মেট্রোর দরজা বন্ধ না হওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে থাকে। বহু চেষ্টার পরেও মেট্রো কোচের দরজা বন্ধ করা যায়নি। এরপর মেট্রোটি খালি করে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়।

আজ নন-এসি দমদমগামী একটি মেট্রো ময়দান স্টেশন থামে ৷ এরপরই রেকের একটি কোচের দরজায় সমস্যা দেখা যায় ৷ মেট্রো থামার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেলেও সেটি বন্ধ হচ্ছিল না ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেট্রো রেলের কর্মীরা ৷ তাঁরা বহু চেষ্টার পরও দরজাটি বন্ধ করা যায়নি।  আরও পড়ুন, বৌ বাজারে ধস রোখা গিয়েছে শুরু হবে বাড়ি মেরামতির কাজ, জানাল মেট্রো কর্তৃপক্ষ

এরপর রেকটি খালি করার সিদ্ধান্ত নেয় মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ অবশেষে সকাল ১০ টা ১০ নাগাদ ট্রেনটি খালি করে কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হয় ৷

এর জেরে প্রায় ২০ মিনিট ব্যাহত হয় মেট্রো চলাচল ৷ দিনের ব্যস্ত সময়ে মেট্রোর এই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা ৷ মেট্রোরেল সূত্রে খবর, ট্রেনটির ওই দরজা যান্ত্রিকভাবে বন্ধ করা হয়। তবে এখন ট্রেনটির দরজা স্বাভাবিক ভাবেই কাজ করছে ।