Photo-Wikipedia

কলকাতা, ১ মে: মহিলা ছাত্রীর ঝাঁপ দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আরজিকর মেডিকেল হাসপাতালে (R G Kar Medical College and Hospital)। শুক্রবার সাতসকালে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। হাসপাতালের জরুরি বিভাগের ৭ তলা থেকে তিনি ঝাঁপ দিয়েছেন বলে খবর। শুক্রবার ফিভার ক্লিনিকে তাঁর দায়িত্ব ছিল। ফিভার ক্লিনিকে যাওয়ার ঠিক আগেই জরুরি বিভাগ থেকে ঝাঁপ দেন ওই মেডিকেল ছাত্রী।

হাসপাতাল সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। বেশ কিছুদিন ধরেই সে মানসিক অবসাদে ভুগছিলেন। শিশু বিভাগের সিক নিওনেটাল কেয়ার ইউনিটে তিনি ডিউটি করতেন। কিন্তু আজ তাঁকে পাঠানো হয়েছিল ফিভার ক্লিনিকে। সেই ডিউটিতে যোগদান করার আগেই জরুরি বিভাগের ছাদে যান তিনি। সেখান থেকেই ঝাঁপ দেন ওই ছাত্রী। আরও পড়ুন: Coronavirus: রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের তালিকা প্রকাশ কেন্দ্রের, দেখে নিন রাজ্যের কোন জেলা কোন জোনে 

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।