
কলকাতাঃ ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সর্বদা সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে সাইবার সেল। সামাজিক মাধ্যমে যাতে কোনওভাবে হিংসা না ছড়ায় সেই দিকে নজর দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট না করার জন্য আগেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট গণপিটুনির শিকার যুবক। ঘটনাটি ঘটেছে বারাসাতে। আক্রান্ত ব্যক্তির নাম রিজুয়ান কুরেশি। পেশায় মাংস বিক্রেতা। চাপাডালি সংলগ্ন বিবেকানন্দ রোডে একটি মাংসের দোকান রয়েছে তাঁর।
বারাসাতে ছড়াল উত্তেজনা, গণপিটুনির শিকার যুবক
অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভারতবিদ্বেষী পোস্ট করেন তিনি। এরপরই তাঁর দোকান বন্ধ করে দেন কয়েকজন যুবক। প্রশাসনের খবর দেওয়ার আগেই তাঁর উপর চড়াও হন একদল যুবক। আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি দেওয়া হয় রিজুয়ানকে। রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ইতিমধ্যেই তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে পালিয়ে যান রিজুয়ানও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ও এলাকায়। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করার অভিযোগে সম্প্রতি বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে সইফুদ্দিন আহমেদ নামে এক যুবককে।
সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের সমর্থনে পোস্ট, ফেলে পেটানো হল বারাসতের রিজুয়ানকে
Read: https://t.co/Ah4LTkm5tF
— LatestLY (@latestly) May 14, 2025