আগুনের প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ২১ নভেম্বর: রাতের কলকাতায় (Kolkata) ফের আগুন (Fire)। গতকাল পার্ক স্ট্রিটের এক কাপড়ের দোকানে  গভীর রাতে আগুন লাগে। ৪৮ নম্বর পার্ক স্ট্রিটের ওই কাপড়ের দোকানে (Clothing Shop) আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন (Seven Engines) পৌঁছয়। আপাতত নিয়ন্ত্রণে (Control) আগুন।

প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী (Fire Brigade)। দমকল প্রাথমিকভাবে অনুমান করেছে, এসি মেশিনের (Ac) শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লাগে। আবাসনের নিচে ওই কাপড়ের দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে। আগুন নেভাতে প্রচুর পরিশ্রম করতে হয় দমকলকে। আগুন পুরোপুরি নিভলে ভিতরের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আরও পড়ুন, হাওড়ার ফেমাস সার্কাসে বিধ্বংসী আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিদগ্ধ হয়ে মৃত কয়েকটি ম্যাকাও

সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর কুলিং প্রসেস (Cooling Process) চলতে থাকে। দমকল সূত্রে খবর, ওই দোকানের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল। কিন্তু তা সময়মতো কাজ করেনি। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন এলেও আগুন ক্রমশঃ বাড়তে থাকায় আরও ৫টি ইঞ্জিন পরে আনা হয়। ঠিক কী থেকে আগুন লাগে তা এখনও জানা যায়নি ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ৷ অন্যদিকে, দুদিন আগেই হাওড়ার ফেমাস সার্কাসে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। পরের দিনই সার্কাস শুরু হওয়ার কথা ছিল। তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। সার্কাসের জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কয়েকটি বিদেশি ম্যাকাও মারা যায়। এছাড়া আর কোনও প্রাণহানি হয়নি।