Mass Resignation of Senior Doctors of Calcutta Medical College (Photo Credits: X)

আরজি করের পর এবার গণ ইস্তফার বহর কলকাতা মেডিক্যাল কলেজেও (Calcutta Medical College)। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজের একদন সিনিয়র চিকিৎসক-অধ্যাপক ইস্তফা দিলেন। জানা যাচ্ছে, ষষ্ঠীর দুপুরে কলকাতা মেডিক্যালের ৬৮ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন। এখানেই থেমে নেই চিকিৎসকদের আন্দোলন সত্ত্বা। জুনিয়রদের আন্দোলনকে আরও জোরালো করতে এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ৫০ জন সিনিয়র চিকিৎসকও গণ ইস্তফা দেন বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের কাছে ১০ দফার দাবি জানিয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। অনশনের চার দিন হতে চলল। জুনিয়রদের সেই আন্দোলনকে শক্তি জোগাতেই পঞ্চমীর দিন গণ ইস্তফা দেন আরজি করের ৫০ জন সিনিয়র চিকিৎসক-ডাক্তার। এদিনই রাজ্য সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে নিয়ে কলকাতা মেডিক্যালের সিনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন, অনশনকারী জুনিয়র ডাক্তারদের দাবি পূরণ না হলে তারাও গণ ইস্তফার পথে হাঁটবেন।

আরজি করের পর কলকাতা মেডিক্যাল কলেজেও গণ ইস্তফা... 

২৪ ঘণ্টার সময়সীমা পার হয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোন পদক্ষেপ গৃহীত না হওয়ায় পূর্বের কথা মত ষষ্ঠীর দিন দুপুর ১টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের ৬৮ জন চিকিৎসক-অধ্যাপক ইস্তফা দেন। জুনিয়রদের সমর্থনে এগিয়ে আসেন উত্তরবঙ্গের সিনিয়র চিকিৎসকরাও। কলকাতা এবং উত্তরবঙ্গ মেডিক্যাল মিলিয়ে ষষ্ঠীতে প্রায় ১৫০ জন চিকিৎসক-অধ্যাপক গণ ইস্তফা দেন।