কলকাতা, ১ অগাস্ট: শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে মানুষের মন ঘোরাতেই নতুন ৭ জেলার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন ৭টি জেলা কীভাবে চালাবেন মমতা বন্দ্য়োপাধ্যায়, সেই উত্তর দিন মুখ্যমন্ত্রী। এবার এমনই কটাক্ষ করলেন বিজেপির অমিত মালব্য। শুধু তাই নয়, পরেশ অধিকারী কি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রয়েছেন! এমন প্রশ্নও করেন অমিত মালব্য।
Mamata Banerjee’s decision to create 7 new dists&induct new faces is an attempt to divert attention from SSC Scam. She must explain where a debt-trapped WB Govt gets money to run new districts? With Paresh Adhikari still in her cabinet,new faces won’t wash taint: Amit Malviya,BJP pic.twitter.com/50hpS7X4bh
— ANI (@ANI) August 1, 2022
প্রসঙ্গত সোমবার সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে তিনি জানান, এবার থেকে রাজ্যে ২৩টির পরিবর্তে ৩০টি জেলা। যে নতুন ৭টি জেলা নতুন করে গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী করেন, সেগুলি হল সুন্দরবন, ইছামতী, রানাঘাট, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বহরমপুর এবং বসিরহাট।
আরও পড়ুন: West Bengal: বাড়ল আরও ৭টি, মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে এবার ৩০টি জেলা, দেখুন
নকতুন ৭টি জেলা গঠনের পাশাপাশি রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। সুব্রত মুখোপাধ্যায়- সাধণ পান্ডের মৃত্যু, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে এখন রাজ্য মন্ত্রিসভার বেশ কিছু দফতর হয় কার্যত খালি পড়ে, বা একজন মন্ত্রীর ঘাড়ে একাধিক দফতরের দায়িত্বে। আর তাই রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল প্রত্যাশিতই ছিল।