কলকাতা, ১৮ এপ্রিল: রাজ্যে বাড়ছে করোনা (COVID-19) সংক্ৰমণ, এই পরিস্থিতিতে শহর কলকাতায় বড় জনসভা করে আর ভোটের প্রচার করবেন না বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে একথা জানান তিনি। আগামী ২৬ এপ্রিল বিডন স্ট্রিটের সভা পূর্ব পরিকল্পিত বলে তা করবেন। অনেক সভায় কাটছাঁট করছেন তাঁরা, এও জানান। এছাড়া অন্য কোনও সভা করবেন না বলে জানান।
রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট বাংলায় বড় প্রচার সভা না করার কথা সিদ্ধান্ত জানায় সিপিএম। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৮৪১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৮ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি বেড়েছে। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৬১,৫০০; মৃত্যু ১,৫০১ জনের
রাজ্যে বাকি তিন দফার নির্বাচন এক দফায় করার আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাতে সায় দেয়নি নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত নির্ঘণ্টেই হবে নির্বাচন।