Mamata Banerjee: শুভেন্দুর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকবেন না মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী (Picture Credits: Facebook)

কলকাতা, ২৮ মে: আজ য়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে কলাইকুন্ডায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসবেন তিনি৷ য়াশ বিধ্বস্ত ওড়িশা আকাশপথে পরিদর্শনের পর মোদির কলাইকুন্ডায় পৌঁছানোর কথা৷ এদিকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রথমে হেলিকপ্টারে সুন্দরবন ও লাগোয়া এলাকা পরিদর্শন করে সাগরে যাবেন মুখ্যমন্ত্রী৷ সেখানকার য়াস বিধ্বস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে কলাইকুন্ডার উদ্দেশে রওনা হবেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে হাতে সময় থাকলে সোজা দিঘা চলে যাবেন৷ য়াসের দাপটে বিপর্যস্ত সৈকত শহর দিঘা৷ সময়ে না কুলোলে শুক্রবারের রাতটা তাঁর খড়গপুরে থেকে যাওয়ার কথা৷ তাহলে শনিবার সকালে তিনি দিঘার পরিস্থিতি খতিয়ে দেখবেন৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: অবশেষে ২ লাখের নিচে দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুর হার

এদিকে আজকের বৈঠকে প্রধানমন্ত্রী, রাজ্যপালের পাশাপাশি বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরি ও বিধায়ক শুভেন্দু অধিকারীর উপস্থিতির কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর৷ তবে সেই খবর পেয়েই নবান্নের তরফে পাল্টা জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর বৈঠকে উপস্থিতি মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়৷   তিনি এই সংবাদে এখনই বেঁকে বসেছেন৷ ঘূর্ণিঝড় য়াসের ক্ষয়ক্ষতি নিয়ে কথা হবে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল জগদীপ ধনখড় পর্যন্ত ঠিক আছে৷ শুভেন্দুর মতো একজন বিধায়কের উপস্থিতি কি কারণে জরুরি তিনি বুঝছেন না৷ বিজেপি শুভেন্দুকে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে বসাতে চায়৷ তবে তার আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও হয়নি৷ আর তাছাড়া নন্দীগ্রামে শুভেন্দু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন৷ এজন্য তাঁর বৈঠকে উপস্থিত থাকত হবে৷

বলা বাহুল্য, কলাইকুন্ডায় শুভেন্দু অধিকারীর উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “প্রধানমন্ত্রী ওড়িশার তিনটি জায়গায় যাচ্ছেন। আর কোথাও যাচ্ছেন না। বালেশ্বর-জলেশ্বরের মতো যে-সব জায়গায় য়াসের প্রভাব পড়েছে, সেই তিনটি স্পট ঘুরে দিঘার উপর দিয়ে কলাইকুন্ডায় পৌঁছাবেন তিনি। কারণ, সেখান থেকে তাঁকে দিল্লি যেতে হবে তো! তাই সেখানেই আমার সঙ্গে বৈঠকে বসে রিভিউ করবেন।” আম্ফানের পরে রাজ্য কেন্দ্রের আর্থিক সহযোগিতা পায়নি৷ এনিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷   তাই য়াস পরবর্তী এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ৷ এখনও পর্যন্ত য়াসের দাপটে রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা৷ আজ প্রধানমন্ত্র্রীর সঙ্গে বৈঠকে কী হয় সেদিকে তাকিয়ে রাজ্য৷