Mamata Banerjee (Photo Credits: ANI)

Amader Para Amader Samadhan: বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), দুয়ারে সরকারের (Duare Sarkar) পর এবার রাজ্য সরকারের নতুন প্রকল্প 'আমাদের পাড়া আমাদের সমাধান'(Our Neighborhood, Our Solution)। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যবাসীর স্থানীয় স্তরে বিভিন্ন ছোটখাটো সমস্যা মেটানোর চেষ্টা করবে প্রশাসন।  Amader Para, Amader Samadhan  নিয়ে মুখ্যমন্ত্রী জানান, "অনেক সময় আমরা দেখি, ছোট ছোট এলাকায় কিছু মৌলিক সমস্যার মুখোমুখি হতে হয়। কোথাও রাস্তাঘাট ভেঙে পড়ে থাকে, কোথাও রাস্তার আলো খারাপ হয়ে যায়। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য সরকার এই ধরনের স্থানীয় সমস্যাগুলোর সমাধানে সরাসরি হস্তক্ষেপ করবে।”এই প্রকল্পের জন্য প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। নতুন এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতে এই ধরনের প্রকল্প প্রথম দাবি করে মুখ্যমন্ত্রী মমতা জানান, স্বচ্ছতা বজায় রাখতে টাক্স ফোর্স গঠন করা হচ্ছে।

প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা, পুরো প্রকল্পে ৮ হাজার কোটি বরাদ্দ রাজ্যের

রাজ্যে মোট ৮০ হাজার বুথে 'আমাদের পাড়া, আমাদের সমাধান'শিবির চালু হবে। প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "প্রত্যেকটি প্রকল্পের জন্য তিনটি বুথকে একত্রিত করে একটি ইউনিট হিসেবে ধরা হবে। সরকারি আধিকারিকরা এই ইউনিটগুলোতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলবেন, তাঁদের সমস্যার কথা শুনবেন। এর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলোর দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করা।"

দেখুন এই বিষয় নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

২ অগাস্ট থেকে চালু হচ্ছে, চলবে ২ মাস

বড় সমস্যা, ইস্যুর জন্য চালু থাকবে 'দুয়ারে সরকার'। আর ছোটখাট সমস্যার জন্য ২ অগাস্ট থেকে রাজ্যের বিভিন্ন বুথে বুথে চালু হচ্ছে 'আমাদের পাড়া আমাদের সমাধান'। এদিন, মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গ্রামবাসীরা নিজেদের বুথে (তিনটি বুথ নিয়ে একটি শিবির) ছোটখাটো সমস্যা নিয়ে বিশেষ শিবিরের মাধ্যমে গ্রাম-শহরের রাজ্য প্রশাসনের কর্তারা মানুষের সঙ্গে কথা বলবেন। এবং আলোচনা করে মানুষের সমস্যার সমাধান করবেন। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। নতুন এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতে এই ধরনের প্রকল্প প্রথম দাবি করে মুখ্যমন্ত্রী মমতা জানান, স্বচ্ছতা বজায় রাখতে টাক্স ফোর্স গঠন করা হচ্ছে।