২১ জুলাইয়ের (21 July Rally ) প্রস্তুতি কেমন খতিয়ে দেখতে পৌঁছে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার বিকেলে ভিক্টোরিয়া হাউসের সামনে হাজির হয়ে মেগা সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতি দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়াল, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সায়নী ঘোষরা। প্রতি বছরের মত এই বছরেও তৃণমূলের একুশে জুলাই সমাবেশের মঞ্চ সাজানো হয়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে। তবে রবিবার রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। শহীদ সমাবেশের (21 July Rally) মঞ্চে পৌঁছতেই দলনেত্রীকে প্রণাম করার হিড়িক দেখা যায় সেখানে কাজ করা কর্মী সমর্থকদের মধ্যে। মমতা জানান, আবহাওয়া ঠিক থাকলে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হবেন।
এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বললেন, 'আমি প্রতিবারই এসে কর্মীদের সঙ্গে দেখা করে যাই। আমাদের এখানে নেতা কেউ নেই। সকলেই তৃণমূলের সহকর্মী'। তাঁর আরও সংযোজন, 'একুশে জুলাই শুধু একটি রাজনৈতিক সভা নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলার মাকে রক্ষা করার সভাও'। অখিলেশের আগমনের কথা নিশ্চিত করে মমতা বললেন, 'কালকের আবহাওয়া ঠিক থাকলে অখিলেশ আসবে। তাঁকে আমি আমন্ত্রণ জানিয়েছি। প্রতিবারই চেষ্টা করি কাউকে না কাউকে নিয়ে আসার'।
শুনুন...
VIDEO | West Bengal CM Mamata Banerjee (@MamataOfficial) addresses a gathering after inspecting arrangements for TMC's Martyrs' Day rally, scheduled to be held in Kolkata on July 21.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/0XHjj030AY
— Press Trust of India (@PTI_News) July 20, 2024
চব্বিশের লোকসভা ভোটে বিজেপির গড় উত্তরপ্রদেশে (Uttar Pradesh) একের এক এক আসনে বিজেপিকে মাত দিয়েছে অখিলেশের সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বাদ যায়নি অযোধ্যার লোকসভা ফৈজাবাদ। মোদী ম্যাজিক কিংবা রামমন্দিরের প্রতিষ্ঠা দুয়ের কোনটাই অযোধ্যাকে হাতছাড়া হওয়া থেকে বাঁচাতে পারল না। যে ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অধীনে গড়ে উঠেছে অযোধ্যার রামমন্দির সেই ফৈজাবাদ কেন্দ্র থেকেই ভোকাট্টা বিজেপির ঘুড়ি। সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে হেরেছেন বিজেপির লাল্লু সিং। সুতরাং বলাই বাহুল্য এইবারের লোকসভায় বিরোধী জোট 'ইন্ডিয়া'য় অখিলেশের অবদান অনেকখানি। তাই মমতার ২১ জুলাইয়ের সমাবেশে তাঁর আসা বিরোধী রাজনীতিতে দারুণ প্রভাব ফেলতে চলেছে।