Mamata Banerjee: বাংলা অ্যাকাডেমি পুরস্কার মমতা বন্দ্য়োপাধ্যায়কে, ফেসবুক লাইভে কী বললেন শ্রীলেখা মিত্র দেখুন
Sreelekha Mitra, Mamata Banerjee (Photo Credit: Facebook)

কলকাতা, ১০ মে:  সাহিত্যে বিশেষ কৃতিত্বের জন্য বাংলা অ্যাকাডেমি পুরস্কারে পুরষ্কৃত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বাংলা অ্যাকাডেমি পুরস্কার নিয়ে যখন জোর জল্পনা শুরু হয়েছে, সেই সময় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। মুখ্যমন্ত্রীর পুরস্কারপ্রাপ্তির পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সাইভ করেন অভিনেত্রী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ২টি কবিতা পাঠ করছেন বলে মন্তব্য করেন অভিনেত্রী। শুধু তাই নয়, যদি সবার ভাল লাগে, তাহলে তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পাঠ করবেন বলে জানান অভিনেত্রী। দেখুন...

সম্প্রতি কলকাতা আন্তর্জাতিকচলচ্চিত্র উৎসবে (KIFF) আমন্ত্রণ পাননি বলে জানান অভিনেত্রী। তাঁর রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়াতেই কি তাঁকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি বলে প্রশ্ন তোলেন শ্রীলেখা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়।

আরও পড়ুন:  Malaika Arora: অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মালাইকা অরোরা, কী বললেন নায়িকা

প্রসঙ্গত শ্রীলেখা মিত্রর পর তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটি থেকে ফোন বা এসএমএস পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন। যা নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়ক, পরিচালক রাজ চক্রবর্তী জানান, মিমি চক্রবর্তীকে কোনওভাবে উৎসব কমিটির পক্ষ থেকে অসম্মান করা হয়নি।